
নিউইয়র্ক: মার্কিন কসমেটিকস জায়ান্ট রেভলন তার প্রতিদ্বন্দ্বী কোম্পানি এলিজাবেথ আর্ডেন কিনে নিচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। বৃহস্পতিবার রেভলন কর্তৃপক্ষ জানায়, ত্বকের প্রসাধনীর জন্য বিখ্যাত এলিজাবেথ আর্ডেন ক্রয়ে তারা ৮৭০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে।
এইট আওয়ার ক্রিম, জাস্টিন বিবার এবং টেলর সুইফট পারফিউমের জন্য বিখ্যাত এলিজাবেথ আর্ডেন। এছাড়া ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রিয় লিপস্টিকও তৈরি করে এই কোম্পানিটি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এলিজাবেথ আর্ডেনের শক্তিশালী উপস্থিতি রয়েছে।
এলিজাবেথ আর্ডেনকে প্রসাধনীর ইতিহাসে শেষ স্বাধীন এবং আইকনিক ব্র্যান্ড বলে অভিহিত করে রেভলন। রেভলন এবং এলিজাবেথ আর্ডেনের প্রধান নির্বাহী কর্মকর্তারা আশা করেন, এই অধিগ্রহণের ফলে বিশ্বব্যাপী তাদের বাজার আরো সম্প্রসারিত হবে।
রেভলন কর্তৃপক্ষের ধারণা, তাদের কালার কসমেটিকস, চুলের এবং পুরুষের প্রসাধনীর সঙ্গে এলিজাবেথ আর্ডেনের ত্বক প্রসাধনী, পারফিউম সামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করবে।
কানাডার বংশোদ্ভূত উদ্যোক্তা এলিজাবেথ আর্ডেন ১৯১০ সালে নিউইয়র্কে এলিজাবেথ আর্ডেনের প্রতিষ্ঠা করেন। রেভলন ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। উভয় কোম্পানিই বিশ্বজুড়ে ১২০টির বেশি দেশে তাদের পণ্য বিক্রি করে। সূত্র: বিবিসি, টেলিগ্রাফ
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি