
ঢাকা: এশিয়া অঞ্চলে জিকা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএসইচও)। সংস্থাটির পরিচালক মার্গারেট চ্যান ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বার্ষিক আঞ্চলিক বৈঠকে একথা জানান। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
চ্যান বলেন, ‘এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৯টি দেশে এরই মধ্যে মশাবাহিত এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুরে একশো জনের মতো জিকা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া থাইল্যান্ডে ভাইরাসটির সংক্রমণে দুইজন অস্বাভাবিক ছোট মাথা নিয়ে জন্মেছে বলে দেশটি নিশ্চিত করেছে।
চ্যান আরও বলেন, ‘মশাবাহিত ভাইরাসটি এরই মধ্যে বিশ্বের ৭০টির মতো দেশে ছড়িয়ে পড়েছে। আর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৯টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বিজ্ঞানীরা এখনও অনেক জটিল প্রশ্নের সমাধান পাচ্ছে না। কীভাবে এ ভাইরাস মোকাবিলা করা যায় বিশেষজ্ঞরা এখনো তার পথ খুঁজছেন’
তিনি বলেন, ‘সাধারণ মানুষের ক্ষেত্রে জিকার প্রভাব কিছুটা কম। তবে গর্ভবতী নারীদের জন্য এর প্রভাব মারাত্মক। কেননা গর্ভবতী নারীরা জিকা আক্রান্ত হলে শিশুরা অস্বাভাবিক ছোট মাথা নিয়ে জন্মে।’
উল্লেখ্য, এশিয়া অঞ্চলে এ ভাইরাসটি কয়েক দশক ধরেই আছে। তবে গত বছর ব্রাজিলে ভাইরাসটির সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের