
এম. রেজাউল করিম: দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সিস্টেম সল্যুশন অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিসে (এসএসডি-টেক) প্রধান নির্বাহী হিসেবে আগামী ১ সেপ্টেম্বর যোগ দিচ্ছেন স্যামসাং বাংলাদেশের সাবেক হেড অফ মোবাইল হাসান মেহেদী। বৃহস্পতিবার দুপুরে হাসান মেহেদী নিউজনেক্সটবিডি ডটকমকে এই খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, আমি পহেলা সেপ্টেম্বর থেকে এসএসডি টেক’এ যোগ দিচ্ছি। আমি গর্বিত দেশীয় এমন একটা প্রযুক্তিভিত্তিক কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে শুধু দেশে নয় দেশের বাইরেও সেবা দিয়ে নিজেদের সুনাম অর্জন করছে।
ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি বলেন, এখনই কিছু বলতে পারছি না। আগে কাজে যোগ দেই, সবার সাথে বসে নতুন একটা নীতিমালা করি। তারপর অফিসিয়ালভাবেই আপনাদের জানিয়ে দেয়া হবে। তবে এক বছরের মধ্যে এই কোম্পানিকে আমি অন্য রকম পর্যায়ে নিয়ে যেতে চাই বলেও মন্তব্য করেন হাসান মেহেদী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করা হাসান মেহেদী এফএমসিজি, মোবাইল ফোন অপারেটর এবং কনজ্যুমার ইলেকট্রনিক্স খাতে বিজনেস ডেভেলপমেন্ট ও ট্রান্সফরমেশন লিডারশিপে অভিজ্ঞ। ১৫ বছরের অভিজ্ঞতার কর্মজীবনে তিনি কাজ করেছেন নেসলে বাংলাদেশ, রবি আজিয়াটা এবং স্যামসাং বাংলাদেশের মতো নামকরা প্রতিষ্ঠানে।
সম্পাদনা- জাহিদুল ইসলাম