
বরিশালঃ এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলের দুই দফা পূন:নিরীক্ষনে ২ হাজার ১৫৭ পরীক্ষার্থী পাস করেছে। গত ১১ মে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর মোট ৮১ হাজার ৭২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
‘বুধবার দ্বিতীয় দফার পূন:নিরিক্ষনের ঘোষিত ফলে দেখা গেছে, জিপি এ ৫ প্রাপ্তদের সংখ্যাও বেড়েছে। পূন:নিরীক্ষনের আবেদন করে ১৭ জিপিএ ৫ পেয়েছে’
দুই বার নিরিক্ষনের পর ৬৪ হাজার ৯০২ জন থেকে পাস করা পরীক্ষার্থীর সংখ্যা এখন বেড়ে দাড়িয়েছে ৬৭ হাজার ৫৯ জন। জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ হাজার ২৪০ জনে। ফল ঘোষনার পর পর প্রথম দফা পূন:নিরিক্ষনে ১ হাজার ৯৯৪ শিক্ষার্থী ফেল থেকে পাস করে।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বলেন, পাসের হার বৃদ্ধির হিসেব এখনো করা হয়নি। পরে করা হবে। তিনি আরও বলেন, হাজার হাজার খাতা দেখতে একটু ভুল হয়। সেই ভুল সংশোধনের জন্য পূন. নিরিক্ষন। তবুও যারা ভুল করে। তাদের পরবর্তি বছর পরীক্ষক করা হয় না।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/টিএস