
ঢাকা: এসপি বাবুল আক্তারের স্ত্রীর হত্যাকাণ্ডে জঙ্গি গোষ্ঠিকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে রোববার সকালে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘বাবুল আক্তার একজন সৎ, নির্ভীক ও পরিশ্রমী অফিসার। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গি দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাকে না পেয়ে তার স্ত্রীকে টার্গেট করা হয়েছে।’
তিনি বলেন, ‘এটি অত্যন্ত পৈশাচিক, নৃসংশ ও ঘৃণিত হত্যাকাণ্ড। এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং খুনিদের অবশ্যই চিহ্নিত করা হবে। মূল কারণ খুঁজে বের করতে গোয়েন্দারা কাজ করছে।’
পুলিশ কর্মকর্তা যারা জঙ্গিবাদ দমনে কাজ করছেন তাদের পরিবার নিয়ে চিন্তিত কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা তাদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
তিনি বলেন, ‘যেসব উন্নত দেশ আমাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করে, সেসব দেশের উন্নত ব্যবস্থা থাকার পরও সেখান থেকে গুলি নিয়ে সহজেই চলে আসা যায়। আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ঠিকই সেগুলো আটক করতে সক্ষম হয়।’
সাতকানিয়া থেকে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ঘটনাস্থল পরিদর্শন যাচ্ছেন। এরপর তিনি বাবুল আক্তারের বাসায় যাবেন।
এসপি বাবুল আক্তার পরিবার নিয়ে নগরের ওআর নিজাম রোডে থাকেন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে যান মাহমুদা খানম মিতু। এসময় বাসার কাছাকাছি জিইসি মোড়ের ওয়েল ফুডের সামনে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ