
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, এসপি বাবুল আক্তারকে তুলে নিয়ে আসা হয়নি। তাকে আইন মেনেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ে পুলিশের পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, তদন্তের বিষয়ে আমরা তাকে ডেকেছিলাম। যেহেতু বাবুল আক্তার নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই তাকে আনতে পুলিশের গাড়ি পাঠানো হয়েছিল। তিনি বলেন, এসপি বাবুল মিতু হত্যা মামলার বাদি, তাই তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে।
আছাদুজ্জামান মিয়া বলেন, মিতু হত্যায় চট্টগ্রামে মামলা হয়েছে। সেখানে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করতেই এসপি বাবুলকে আনা হয়েছিল।
উল্লেখ্য, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে গত ৫ মে চট্টগ্রামে তাদের বাসার কাছে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার আবু নসর গুন্নু (৪৬) ও শাহ জামান ওরফে রবিন (২৮) নামের দুইজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
তদন্তের স্বার্থে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এসপি বাবুলকে তার শ্বশুর বাড়ি খিলগাঁও মেরাদিয়ার ১২০ নম্বর বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনায় বাবুল আক্তারকে ঘিরে বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর পরিবেশন করে কিছু গণমাধ্যম।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসপিকে/এসআই