
ঢাকা : পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে দেশীয় ই-কমার্স সাইট এসো ডটকম (www.esho.com)। এছাড়াও যেকোনো কেনাকাটায় বিকাশের মাধ্যমে দাম পরিশোধে আরো ২০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার মাজহারুল ইসলাম বাপ্পি।
তিনি জানান, দেশের জনপ্রিয় ই-কমার্স সাইটগুলোর অন্যতম এসো ডটকম। আমরা প্রায় ২ লাখের বেশি বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছি। পবিত্র রমজান ও ঈদ উৎসবে সবার পাশে থাকতে এবং শহর ও গ্রামের সবশ্রেণির মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ছাড়ের আয়োজন। এর আওতায় প্রায় অর্ধেক দামে পাঞ্জাবি, শাড়ি, শার্ট, সালোয়ার কামিজ, জিন্স, জুতা, প্যান্ট, স্যান্ডেল, ব্যাগ, বেডশিটসহ আরো অনেক কিছু কিনতে পারবেন আগ্রহীরা।
এসো ডটকম পণ্যের মানের ব্যাপারে কোনো সমঝোতা করে না। আর এ কারণে আমরা ওয়েবসাইটে প্রতিটি পণ্যের সঠিক ছবি ও বর্ণনা নিশ্চিত করা হয় বলে তিনি জানান।
নিউজনেক্সটবিডি ডতকম/আরকে/জাই