
চট্টগ্রামঃ জব্দ হওয়া মোটর সাইকেলের সূত্র ধরে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।
সোমবার সকালে সিএমপি সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। ইকবাল বাহার বলেন, ‘আজ এই নিয়ে এ্যাকশান হবে, আগামী কাল (মঙ্গলবার) কিছু সংবাদ হয়তো দিতে পারবো।’
রোববার সকাল ছয়টায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মোটর সাইকেল আরোহি তিন দূর্বৃত্তের হাতে খুন হন মিতু। সোমবার ভোর রাতে চট্টগ্রামের পাচলাইশ থানাধীন বাদুরতলার বড় গ্যারেজ এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ।
পুলিশ কমিশনার বলেন, ‘মোটর সাইকেল এবং সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত এগিয়ে চলছে। সিসিটিভি ফুটেজ থেকে হত্যাকারীদের ছবি বের করা হয়েছে’। যে এলাকায় মোটর সাইকেল উদ্ধার হয়েছে ওই এলাকায় বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে। তবে নির্দিষ্ট করে বলবার কিছু হয়নি। সকল কিছু এখন সন্দেহের তালিকায় আছে। কাউকে এ ভাবে দোষারোপ করা যায় না বলেও জানান তিনি।
ইকবাল বাহার বলেন, ‘প্রয়োজনে শহরের সব সিসিটিভি ফুটেজ দেখা হবে যাতে নিশ্চিত হওয়া যায় মোটর সাইকেলটি কোথা থেকে রওনা হয়েছে এবং কোথায় শেষ হয়েছে। আসলে যত রকমের প্রক্রিয়া আছে সব কিছু অবলম্বনের মাধ্যমে আমরা একটা পর্যায়ে যেতে যাচ্ছি।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/এসজি