
ঢাকা: বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের হয়রানি বন্ধ করার উদ্যোগ চায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ লক্ষ্যে মন্ত্রণালয়কে বিদেশে কর্মরতদের ‘আর্নার্স কার্ড’দিতে বলা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার কমিটির ১২তম বৈঠকে এ বিষয়ক সুপারিশ করা হয়। একইসঙ্গে সকল প্রবাসী কর্মীকে বাধ্যতামূলকভাবে বীমার আওতায় আনারও সুপারিশ করা হয়েছে।
বৈঠকে বিভিন্ন দেশে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া এবং মালয়েশিয়া ও থাইল্যান্ডে সমুদ্রপথে অবৈধভাবে জনশক্তি পাঠাতে নিরুৎসাহিত করার বিষয়ে গৃহীত ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় কমিটিকে জানানো হয় যে, ‘নিরাপদ অভিবাসন ও মানব পাচার রোধকল্পে মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত ২৩ সদস্যবিশিষ্ট আন্তঃমন্ত্রণালয় ভিজিলেন্স টাস্কফোর্স দুর্নীতিগ্রস্ত রিক্রুটিং এজেন্সি, মধ্যস্বত্বভোগী, ট্রাভেল এজেন্সি, হজ এবং ওমরা এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য হুইপ মো. শাহাব উদ্দিন, মন্নুজান সুফিয়ান, মো. ইসরাফিল আলম, মাহফুজুর রহমান এবং মো. আয়েন উদ্দিন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, জনশক্তি, কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এতে অংশ নেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে