
ঢাকা: বাড়ি থেকে পালিয়ে গেলেও নিয়তির কাঁটাতার পেরোতে পারে না অধরা। বাসস্ট্যান্ডে প্রেমিকের অপেক্ষায় বসে থাকে সদ্য এমবিবিএস পাশ করা মেয়েটি। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও তার প্রেমিক আসে না। এক পর্যায়ে ভগ্ন হৃদয় নিয়ে মেয়েটিকে ফিরে যেতে হয় বাসে চড়ে।
ঠিক এমন একটি গল্প নিয়েই রাগিব শাহরিয়ার নির্মান করেছেন নাটক ‘এ জার্নি টু বাস’। নাটকটিতে অধরার ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। আর তার প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন একে আজাদ। নাটকটির গল্প লিখেছেন রাগিব শাহরিয়ার ও নাসের শায়েম।
নাটকটির গল্প প্রসঙ্গে রাগিব শাহরিয়ার জানান, গল্পে হাসান ও অধরা দু’জনই সদ্য এমবিবিএস পাশ করেছে। একসঙ্গে পড়া ও ইন্টার্নি করতে গিয়ে সখ্য গড়ে ওঠে তাদের মধ্যে। অধরাকে পালিয়ে বিয়ে করার দিন হাসানের জীবনে নেমে আসে এক বড় অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তাকে ঘিরেই গল্প এগিয়ে যায়।
চ্যানেল আইতে শুক্রবার বিকেল তিনটায় প্রচার হবে ‘এ জার্নি টু বাস’।
গ্রন্থনা: তুহিন