
ঢাকা: প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় দুটি সমাপনী পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা নেই। এ বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা উঠে যাচ্ছে। অষ্টম শ্রেণিতে হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা।’
মন্ত্রী বলেন, ‘অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার নাম ও অন্য বিষয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভায় একটি প্রস্তাব যাবে।’
এর আগে চলতি বছরই পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছিলো শিক্ষার্থী ও অভিভাবকরা। রাজধানীসহ কয়েকটি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা সমাপনী বাতিলের দাবিতে কয়েক দফা মানববন্ধনও করে।
গত এক সপ্তাহ রাজধানীর নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুন নিসা নূন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকরা আন্দোলন করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ