ঐক্য থাকলেই জঙ্গি নির্মূল সম্ভব: নাসিম

ঢাকা: দেশের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থানে ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে শুধু জঙ্গি উত্থান বন্ধ নয়, তাদের নির্মূল করতে পারব। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থকেতে হবে।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু যে সুখী, সমৃদ্ধ, আসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে তার হাতকে শক্তিশালী করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারব।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ