ঐশ্বরিয়ার প্রশংসায় দীপিকা

ডেস্ক: সম্প্রতি হলিউডে ‘ট্রিপল এক্স’ সিনেমায় অভিনয় করে ভারতের জন্য সুনাম বয়ে এনেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোণ। কিন্তু দীপিকা মনে করেন, এই সুনাম বয়ে আনার প্রথম দাবিদার ঐশ্বরিয়া।
সম্প্রতি সময়ে ডেকান ক্রনিকলকে দেয়া এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোণ বলেছেন, ‘আমার দৃষ্টিতে সে প্রথম ভারতের জন্য সুনাম এনেছেন। তবে অনিল, ইরফান, প্রিয়াঙ্কা অথবা আমি যারাই বিশ্বের চলচ্চিত্রের বাজারে স্থান করে নিয়েছি সবাই ভাল কাজ করেছে।’
তিনি আরো বলেন, ‘আমরা সবাই ভাল কাজের অংশ হতে পেরেছি। গায়ের রং নয় মেধার কারণেই আমরা এরকম জায়গায় যেতে পেরেছি।’
হলিউড যাত্রা সম্পর্কে জিজ্ঞাস করা হলে দীপিকা বলেন, ‘সত্যি বলতে, আমি আমার কাজকে হলিউড কিংবা বলিউডে ভাগ করতে চাই না। দুই জায়গার ছবিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। এখানে শুধু ভাষার পার্থক্য রয়েছে। হলিউড যাত্রাকে আমি আলাদাভাবে দেখতে চাই না। এটা আমার কাজের পরিধি বাড়ার একটা অংশ।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ