
নিজস্ব প্রতিনিধি,
ঢাকাঃ বিগ বি খ্যাত ভারতীয় কিংবদন্তী সুপারস্টার অভিতাভ বচ্চন আবেগ-আপ্লুত হয়ে আর চোখের পানি ধরে রাখতে পারেন নি।
সোমবার ভারতের নানাবতী হাসপাতালে তার ছেলের বউ ঐশ্বরিয়া রায় বচ্চন এবং নাতী আরাধ্যকে যখন শেষ দফায় করোনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ এলো এবং তাদের হাসপাতাল থেকে বোসায় ফেরত পাঠানো হলো, তখন অমিতাভ এই খুশির খবরে আবেগ-আপ্লুত হয়ে পড়েন।
নিমিষেই তার চোখের জল গড়িয়ে পড়ে। এ নিয়ে তিনি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে একটি টুইটও করেছেন। খবর ভারতীয় ইংরেজি দৈনিক জি নিউজের

এদিকে, ছেলে অভিষেক বচ্চন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে অভিষেক বচ্চন তার টুইটর অ্যাকাউন্টে টুইট করেছেন।
তিনি লিখেছেন, ধন্যবাদ আপনাদের এই জন্য যে, সব সময় আপনারা প্রার্থনা করেছেন এবং মঙ্গল কামনা করেছেন। ঐশ্বরিয়া এবং আরাধ্য করোনা নেগেটিভ হয়েছে এবং তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি এবং বাবা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

উল্লেখ্য, গত ২১ জুলাই বিগ বি খ্যাত মেগাস্টার অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চনকে করোনা পজেটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।