ওদের ঠেকাবে কে?

ঢাকা: চলছে রমজান। তবুও মাদকসেবীদের সংযত করার কেউ নেই। প্রকাশ্যে ইনজেকসনের-সিরিঞ্জ দিয়ে তাদের মাদকগ্রহণ চলছেই। এমন দৃশ্যের দেখা মিলেছে খোদ রাজধানী ঢাকাতেই। শনিবার বিকেলে দোয়েল চত্ত্বরে বসে এভাবেই মাদক নিতে দেখা যায় দুই মাদকসেবীকে। রাজধানীর রাস্তাঘাট, ফুটপাথ, সড়কদ্বীপ, পার্ক, খোলা জায়গা, এমনকি ছোট ছোট হোটেল-রেস্তোরাঁয়ও প্রকাশ্যে মাদক সেবনের এমন দৃশ্য রোজার মাসের পবিত্রতাকে প্রশ্নবিদ্ধ করে কী? ছবিগুলো তুলেছেন নিউজনেক্সটবিডি ডটকম-এর ফটো সাংবাদিক জীবন আহমেদ।
নেশা যখন পেশা! —ছবি নিউজনেক্সটবিডি ডটকম/জীবন আহমেদ
সিগারেটে প্যাথেড্রিণ নেয়ার দৃশ্য — ছবি নিউজনেক্সটবিডি ডটকম/জীবন আহমেদ
শরীরে সিরিঞ্জ পুশ করছেন এই মাদকসেবী — ছবি নিউজনেক্সটবিডি ডটকম/জীবন আহমেদ
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস