
ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সন্ত্রাসী হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক চিঠিতে তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে শেখ হাসিনা সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করারও অঙ্গীকার করেন।
চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘ফ্লোরিডার অরল্যান্ডোতে একটি কমিউনিটি ক্লাবে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় ৫০ জনের প্রাণহানি এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।’
শেখ হাসিনা চিঠিতে আরো বলেন, ‘আমি কঠোর ভাষায় এ সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। যে কোনো প্রকার সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আমার সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করছি। আমার সরকার এবং জনগণ এ কঠিন সময়ে আপনার সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে এবং পুনর্ব্যক্ত করছে যে, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আপনাদের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করবে।’
শেখ হাসিনা চিঠিতে আরও লেখেন, ‘যে বর্ণ, গোত্র, অরিয়েন্টেশন থেকে আসুক না কেন সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবেই চিহ্নিত করতে হবে। আসুন আমরা আমাদের শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা থেকে এই ঘৃণার মাধ্যমকে নির্মূল করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে দ্বিগুণ করি।’
চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘এ দুষ্কর্মের ফলে যারা ভিকটিম হয়েছেন তাদের পরিবারবর্গ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। সন্ত্রাসী হামলায় প্রতিটি প্রাণহানিতে আমাদের হৃদয়ে বেদনা এবং ক্ষোভে রক্তক্ষরণ হয়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে নিহতদের আত্মার শান্তি কামনা করেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রোতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে একটি সমকামী নাইটক্লাবে এক অস্ত্রধারীর বেপরোয়া গুলিতে প্রাণ হারান অন্তত ৫০ জন। এতে আহত হয়েছেন আরো ৫৩ জন। হামলাকারী ওমর মতিন যুক্তরাষ্ট্রের নাগরিক। পুলিশের হামলায় তিনি নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে আইএস।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই