
ওয়াশিংটন: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু আর দশজন সাধারণ মার্কিনীদের মতো তার সন্তানকেও গ্রীষ্মের ছুটিতে খণ্ডকালীন কাজ করতে হয়। সম্প্রতি মার্কিন পত্রিকা বোস্টন হেরাল্ডের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ওবামার ছোট কন্যা সাশা ওবামা ম্যাসাচুসেটস রাজ্যের একটি রেস্টুরেন্টে চাকরি নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মার্থাস ভাইনইয়ার্ড দ্বীপের ন্যান্সি নামে একটি সি-ফুড রেস্টুরেন্টে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন ১৫ বছর বয়সি সাশা ওবামা। এছাড়া দুপুরের খাবারের সময় রেস্টুরেন্ট খুলে দেয়ার আগে খদ্দেরদের জন্য এটি প্রস্তুত করে রাখার দায়িত্বও পালন করতে হয় তাকে।
জানা গেছে আর দশজন কর্মীর মতোই সাশাকেও ঠিকমত তার দায়িত্ব পালন করতে হয়। কিন্তু প্রেসিডেন্টের কন্যা হিসেবে তার নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হয়। এজন্য সিক্রেট সার্ভিসের ৬ জন অফিসার তার পাহারায় নিয়োজিত আছেন।
ছবিতে রেস্টুরেন্টের ইউনিফর্ম নীল টি শার্ট পরিহিত অবস্থায় এবং ক্যাপ মাথায় সাশা ওবামাকে দেখা গেছে। তিনি চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এই রেস্টুরেন্টে কাজ করবেন। এরপর ওবামা পরিবার তাদের গ্রীষ্মকালীন ছুটি কাটাতে মার্থাস ভাইনইয়ার্ডে এলে সাশাও তাদের সঙ্গে যোগ দেবেন।
তবে সাশার চাকরির বিষয়ে হোয়াইট হাউজ কোনো মন্তব্য না করলেও ফার্স্ট লেডি মিশেল ওবামা জানান, তিনি তার দুই কন্যাকে সাধারণ মানুষদের মতোই মানুষ করার চেষ্টা করছেন।
এর আগে গত বছর সাশার বড় বোন মালিয়া ওবামা গ্রীষ্মকালীন ছুটিতে নিউইয়র্কে একটি ছবির সেটে কাজ করেছিলেন।
সাশা ওবামা বর্তমানে ওয়াশিংটন ডিসির সিডওয়েল ফ্রেন্ডস স্কুলের শিক্ষার্থী। সূত্র: ইনডিপেনডেন্ট
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই