
আন্তর্জাতিক ডেস্কঃ করোনার ওমিক্রন ধরন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। আর এতে সংক্রমণ বেড়ে যাওয়ার উচ্চ ঝুঁকি আছে এবং এটি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থাটি এর ১৯৪টি সদস্য দেশকে সংক্রমণের ঢেউ ঠেকাতে বিশেষ গ্রুপের মানুষদের মধ্যে টিকাদানের হার বাড়ানোর আহ্বান জানিয়েছে। এছাড়া অপরিহার্য স্বাস্থ্যসেবা ঠিক রাখতে সংক্রমণ নিয়ন্ত্রণের পরিকল্পনার যথার্থতাও নিশ্চিত করতে বলেছে।
নতুন ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে কমপক্ষে ৩০ থেকে ৫০ বার মিউটেশন হতে পারে। এর মধ্যে কিছু মিউটেশন উদ্বেগজনক। আর তা মহামারীর গতিপথও বদলে দিতে পারে। ডব্লিউএইচওর আশঙ্কা, নতুন এই ধরন বিশ্বের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। এখন পর্যন্ত করোনাভাইরাসের এই ধরনে কেউ মারা যাওয়ার খবর পাওয়া না গেলেও নতুন ধরনটির বিরুদ্ধে প্রচলিত কোভিড টিকা কার্যকর কিনা তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ার খবর পেয়েছে। দেশটিতে এরই মধ্যে এই ভাইরাস সংক্রমণ লাফিয়ে বেড়েছে। এছাড়াও, নেদারল্যান্ডস ডেনমার্ক, অস্ট্রেলিয়াসহ বিশ্বের আরও অনেক দেশেই ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এ কারণে অনেক দেশ সীমান্ত বন্ধ করাসহ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে। জাপান সোমবার বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে।