Wednesday, July 6th, 2022
ওয়াংয়ের ভিডিওটি ৫০০ কোটি বার দেখেছেন ভক্তরা 
August 17th, 2016 at 10:56 pm
ওয়াংয়ের ভিডিওটি ৫০০ কোটি বার দেখেছেন ভক্তরা 

বেইজিং: পরকীয়ার অভিযোগে স্ত্রী মা রাংয়ের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন চীনের অভিনেতা ওয়াং বাউকিয়াং। অলিম্পিককে ছাপিয়ে এটাই বর্তমানে দেশটির মুখ্য আলোচ্য বিষয়।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াং বিচ্ছেদের খবর জানিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। পাশাপাশি এজেন্ট সং ঝি’কে বরখাস্ত করার কথাও উল্লেখ করেন।

এরপরই খবরটি সামজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এবং সেই ভিডিও বার্তাটি ৫০০ কোটি বার দেখার রেকর্ড গড়ে। ‍ভিডিওটি ভক্তরা অবশ্যই একবারের বেশি দেখেছেন বলেই জানানো হচ্ছে এক প্রতিবেদনে।

chin 2

এদিকে, এই বিচ্ছেদের জন্য এজেন্টের সঙ্গে স্ত্রীর পরকীয়াকেই দায়ী করছেন ওয়াং। এমনকি তাদের যৌথ সম্পদও এজেন্টকে হস্তান্তর করা হয়েছে বলে স্ত্রীর ওপর অভিযোগ আনেন তিনি।

চীনা ফেসবুক হিসেবে পরিচিত ওয়েইবোতে ওয়াং লিখেছেন, ‘আমার এজেন্ট সং ঝিয়ের সঙ্গে মা রাংয়ের অবৈধ সম্পর্ক আমাদের বৈবাহিক সম্পর্ককে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিষয়টি আমার পরিবারকে ধ্বংস করেছে। তাই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের এবং এজেন্ট সং ঝি’কে পদচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রত্যুত্তরে মা রাং পরকীয়ার বিষয়টি অস্বীকার করেন সেইসঙ্গে অভিযোগ করেন, ওয়াং বাউকিয়াং নিজেই তার সংসার পরিত্যাগ করেছে। তার সুনামহানির জন্য ওয়াংয়ের বিরুদ্ধে মামলার হুমকিও দেন তিনি।

এদিকে, সম্পর্ক ভাঙা-গড়ার এই বিষয় নিয়ে ইতিমধ্যে দেশটিতে বিতর্ক শুরু হয়েছে। বিচ্ছেদের বিষয়টি ভক্তদের ব্যাপকভাবে আঘাত করেছে। এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকবার আলোচিত হয়েছে।

ওয়াং তার দুই সন্তানকে নিজের হেফাজতে রাখার এবং ১৮ বছর হওয়ার আগ পর্যন্ত তাদের রক্ষণাবেক্ষণের জন্য স্ত্রীর কাছে অর্থ দাবি করেন।  সূত্র-বিবিসি

প্রতিবেদক: আইরিন রবি, সম্পাদনা: ফারহানা করিম

 


সর্বশেষ

আরও খবর

জেসিআই ঢাকা ওয়েস্ট ও বাংলাদেশ পজেটিভের ব্যতিক্রমী পিঠা উৎসব

জেসিআই ঢাকা ওয়েস্ট ও বাংলাদেশ পজেটিভের ব্যতিক্রমী পিঠা উৎসব


গ্লোবাল পিস অ্যান্ড হিউম্যানিটিরিয়ান অ্যাওয়ার্ডে মনোনীত আলতামিশ নাবিল

গ্লোবাল পিস অ্যান্ড হিউম্যানিটিরিয়ান অ্যাওয়ার্ডে মনোনীত আলতামিশ নাবিল


ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল

ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল


দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


ছাত্রলীগের প্রেসিডেন্ট-সেক্রেটারিরা কেন আওয়ামী লীগ করতে পারেন না!

ছাত্রলীগের প্রেসিডেন্ট-সেক্রেটারিরা কেন আওয়ামী লীগ করতে পারেন না!


লন্ডন ফিরছেন আইএস বধু ব্রিটিশ-বাংলাদেশী শামীমা বেগম!

লন্ডন ফিরছেন আইএস বধু ব্রিটিশ-বাংলাদেশী শামীমা বেগম!


রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্মেলন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্মেলন


করোনায় দৌলতপুর থানার ওসির মৃত্যু

করোনায় দৌলতপুর থানার ওসির মৃত্যু


সপরিবারে কোয়ারেন্টাইনে দেব

সপরিবারে কোয়ারেন্টাইনে দেব


বিশ্বে মৃত্যু ৮ লাখ ১৭ হাজার, আক্রান্ত ২ কোটি ৩৮ লাখ

বিশ্বে মৃত্যু ৮ লাখ ১৭ হাজার, আক্রান্ত ২ কোটি ৩৮ লাখ