
ডেস্ক: ভারতের ঝুলিতে জমা হলো লজ্জাজনক এক রেকর্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ হারের রেকর্ড এখন তাদের ঝুলিতে। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে তাদের হার এখন ৪০০ ম্যাচে। বৃহস্পতিবার নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের কাছে সিরিজের দ্বিতীয় ম্যাচে নাটকীয় পরাজয়ের সঙ্গে সঙ্গেই হারের এ ম্যাজিক ফিগার স্পর্শ করেন ধোনী-কোহলিরা।
হারের দিক দিয়ে ভারতের পরেই অবস্থান করছে পাকিস্তান। ৩৮৩ ম্যাচে হারের লজ্জা আছে তাদের। ৩৭৩ ম্যাচে হারের স্বাদ পাওয়া শ্রীলঙ্কার অবস্থান তৃতীয় স্থানে। আর ৩৪৯ ম্যাচে পরাজয় নিয়ে চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। এরপর যথাক্রমে জিম্বাবুয়ে (৩৩৭),ওয়েস্ট ইন্ডিজ (৩৩৬), ইংল্যান্ড (৩১৮) ও অস্ট্রেলিয়ার অবস্থান (৩০০)।
আন্তর্জাতিক পরিমন্ডলে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ডটি ভারতের দখলেই। তবে জয়ের দিক দিয়ে তাদের অবস্থান তিন নম্বরে। জয়ের দিক দিয়ে শীর্ষে আছে অজিরা। ৫৪৭ টি জয় আছে তাদের দখলে। জয় পাওয়ার দিক দিয়ে ভারতের চেয়ে এগিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ৪৫৬টি জয় আছে তাদের ঝুলিতে।
গ্রন্থনা ও সম্পাদনা: কবিরুল ইসলাম