
স্পোর্টস রিপোর্টার: শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে। সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ। এই উপলক্ষে এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে গেছেন মাশরাফি বিন মর্তুজারা।
আগামী ২৫ মার্চ শ্রীলঙ্কার রঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচটি। এরপর একই ভেন্যুতে ২৮ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। আর ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডেটি কলম্বোতে অনুষ্ঠিত হবে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি২০ ম্যাচও খেলবে বাংলাদেশ। ৪ ও ৬ এপ্রিল ম্যাচ দুটি কলম্বোতে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে ঘোষিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট ১৬ সদস্যের দলে যারা আছেন :
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম ও নুরুল হাসান সোহান।
প্রতিবেদক: কবির, সম্পাদনা: ইয়াসিন