
রাজ্জাক রাজ, ঢাকা: সারাদেশে ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত ছবি ‘ওয়ান ওয়ে’। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মিলন ও ববি। ছবিটির গল্পে দেখা যাবে, এক গডফাদারের হয়ে কাজ করেন মিলন। একপর্যায়ে অন্যদের খুন করে নিজেই গডফাদার বনে যান তিনি। এরপর ঘটনাক্রমে রহস্যজনকভাবে খুন হন মিলনও। তারপর ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন মিলনের ভাই বাপ্পি।
বাংলাদেশ চলচ্চিত্রে ভিন্নমাত্রার এ্যাকশন নিয়ে কাজ করছে সময়ের আলোচিত ফাইট ডিরেক্টর সুমন রেজা (জুম্মন)। দীর্ঘ ১৮ বছর ধরে চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন তিনি। ইতি মধ্যেই চলচ্চিত্রে মহলে সকলের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন সুমন। কাজ করেছেন বিজ্ঞাপনেও, চাকা ওয়াশিং পাউডার (স্বরণকালের শেষ্ঠ ধোলাই), গ্রামীন ফোন ইমারজেন্সী ব্যালেন্স, যমুনা পেগাসাস বিজ্ঞাপনে ফাইট ডিরেকশন দিয়ে আলোচনার ঝড় তুলেন সুমন।
ওয়ান ওয়ে প্রসঙ্গে ছবিটির কেন্দ্রিয় চরিত্র মিলন বলেন, ‘এই প্রথম এমন কোনো চরিত্রে কাজ করছি। সত্যি কথা বলতে গল্পটা আমার অনেক ভালো লেগেছে। আর কাজ করেও অনেক আনন্দ পেয়েছি। আশা করি দর্শকরা আনন্দ পাবে এমন কিছু উপহার দিতে পারবো। ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ সিনেমাতে খল চরিত্রে অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলন। ‘ওয়ান ওয়ে’ সিনেমাতেও তাকে দেখা যাবে খলচরিত্রেই।’
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, ‘আমি আগে কখনো এমন ধরনের চরিত্রে অভিনয় করিনি। তবে সিনেমার গল্পটা অনেক ভাল লেগেছে আশা করি দর্শদেরর ভাল লাগবে। আমার অভিনীত চরিত্র কেমন হয়েছে তা দেখতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে হবে।’
বাপ্পী চৌধুরী এতোদিন পরিচিত ছিলেন রোমান্টিক ঘরানার নায়ক হিসেবেই। এবার রূপ বদল কেন? এমন প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, ‘সিনেমার গল্পটা খুব সুন্দর। সবসময় তো রোমান্টিক ঘরানায় অভিনয় করি। ভাবলাম এবার একটি খারাপ লোকের চরিত্রে অভিনয় করি। একটু বদলাই। সেই পরিবর্তনের পরে সকলের কাছ থেকে বেশ ভালোই সাড়া পেয়েছি।’
২০১৫ সালে ঈদুল আযহায় মুক্তি পেয়েছিলো ববি অভিনীত ‘রাজাবাবু’ সিনেমাটি। এরপরে র্দীঘ বিরতির পরে এই সিনেমার মাধ্যমে আবারো পর্দায় দেখা মিলবে তার।
সম্পাদনা: তুুহিন সাইফুল