ওয়ার্নের সেরা একাদশে মুস্তাফিজ

ঢাকা: সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন নিজের পছন্দের টি-টোয়েন্টি একাদশে রেখেছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে।
এছাড়া তার পছন্দের একাদশে আরো যারা স্থান পেয়েছেন- ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মিচেল স্টার্ক, সুনিল নারাইন, মুস্তাফিজুর রহমান।
নিজের ফেসবুক অনুসারীদের জন্য পছন্দের একাদশটি সাজিয়েছেন ওয়ার্ন। কাগজে নামগুলি লিখে সেটির ছবি দিয়েছেন এক পোস্টে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই