
ঢাকা: বিশ্বের অন্যতম প্রযুক্তিভিত্তিক সম্মেলন ‘ওয়েব সামিট ২০১৬’এ বাংলাদেশ থেকে অংশ নেয়ার জন্য নির্বাচিত হয়েছে ‘ট্র্যাভেলিং বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠান।
আগামী ৭-১০ নভেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিতব্য এই সামিটে সারা বিশ্ব থেকে ৪ হাজার ২০০ প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করবে।
ট্রাভেলিং বাংলাদেশ হচ্ছে কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ প্রতিযোগিতায় আত্মপ্রকাশ করা বিজয়ী স্টার্টআপ প্রতিষ্ঠান। লিসবনের সামিটে বাংলাদেশের এই প্রতিষ্ঠান নিজেদের একটি স্টল দেয়ার সুযোগ পাবেন।
প্রতিযোগিতায় অংশ নেয়ার পর নিজেদের উদ্যোগের ধারণাকে আরো পূরিপূর্ণ করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যেখানে বাংলাদেশের দর্শনীয় স্থান, ঐতিহ্যবাহী স্থাপনাসহ নানা ধরনের পর্যটন এলাকাকে তুলে ধরা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে।
ট্রাভেলিং বাংলাদেশের প্রধান নির্বাহী নাজিবা ওয়াজিহা মাহবুব জানান, বিশ্বের সামনে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরে দেশের পর্যটন এলাকাকে প্রোমোট করাই ট্রাভেলিং বাংলাদেশের উদ্দেশ্য।
তিনি জানান, এমন একটি বৈশ্বিক সম্মেলনে তারা অংশ নিতে পারবেন এটা অনেক বড় পাওয়া। কেননা সেখানে বেশিরভাগ অংশগ্রহণকারী প্রতিষ্ঠান খুব বড়। সেখানে স্টার্টআপ হিসেবে নির্বাচিত হওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল।
সামিট এমন একটি প্লাটফর্ম দেবে যেখানে পরস্পরের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগির করার সুযোগ করে দেবে। এই সামিটে কীনোট সেশন থাকছে যেখানে ওয়েব টেকনোলজির চ্যালেঞ্জ, উদ্ভাবন ও ব্যবসার বিভিন্ন দিক এবং প্রযুক্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই