
ডেস্ক: ফুটবলের বড় আসরে খুব একটা অংশগ্রহণ করা হয় না। ইউরোতেও খেলেন দুই তিন আসর পরপর। এই অংশগ্রহণ না করার পেছনে বাছাই পর্বের বাধা পেরোতে না পারা একটা বড় কারণ। তবে এবার একা এক গ্যারেথ বেলের ওপর নির্ভর করে ইউরো পর্যন্ত পৌঁছুতে পেরেছে ওয়েলস। শিরোপা জিততে না পারুক, দেশটি এখন স্বপ্ন দেখছে ইউরোয় অন্তত দারুণ লড়াইয়ের।
‘ইউরোয় নিজেদের ইতিহাসে এই প্রথম কোন ম্যাচ জিতলো ওয়েলস’
ইউরোতে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে সে পথ ভালোভাবেই এগিয়ে ছলছে গ্যারেথ বেলের দল। খেলার ১০ মিনিটেই গোল করে ওয়েলসক আনন্দে ভাসান বেল। দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোলটি করেন তিনি। খেলার ৬১ মিনিটে গোল শোধ করে দেন স্লোভাক অন্দ্রেজ দুদা।
তবে খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে হাল রবসন কানুর গোলে কোনমতে স্বস্তি ফিরে আসে ওয়েলস শিবিরে। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়েই তবে মাঠ ছাড়ে গ্যারেথ বেল এবং তার সতীর্থারা।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস