
ঢাকা: ঈদকে সামনে রেখে জনপ্রিয় ফ্যাশন হাউস অয়েস্টিন নতুন পোশাকে সাজিয়েছে তাদের শোরুম গুলো। এবার ঈদে তাদের পোশাকের কাপড়ে আনা হয়েছে বৈচিত্র, কাটিংয়েও রয়েছে ভিন্নতা।
শোরুমগুলো ঘুরে নিউজনেক্সটবিডি ডটকম জানতে পেরেছে, সব বয়সিদের কথা মাথায় রেখে ওয়েস্টিন প্রতিবারের মত এবারো নানা ডিজাইনের পাঞ্জাবি নিয়ে হাজির হয়েছে। পাঞ্জাবিতে ব্যবহার করা হয়েছে হালকা রঙ। জোড় দেয়া হয়েছে স্লিম ফিটের ওপর।
ঈদ আয়োজনের ব্যাপারে ওয়েস্টিনের ডিরেক্টর মোহাম্মদ জাকির আহমেদ টুটুল’র নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘এবার আমাদের পাঞ্জাবিগুলো একটু লম্বাগোছের। অনেক সাদামাটা। তবে এর ফিটিং অসাধারণ। যা অন্যদের তুলনায় পুরোপুরি আলাদা।
ওয়েস্টিনে ফ্যাশনপ্রেমীরা পাঞ্জাবির সঙ্গে আরো পাবেন নানা কাটিং এর প্যান্ট, ফরমাল, ক্যাজুয়াল ও প্রিন্টের শার্ট ও পোলো শার্ট।
জাকির আহমেদ নিউজনেক্সটবিডি ডটকম আরো জানান, ওয়েস্টিন কাপড়ের মানের সঙ্গে আপস করেন না। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করছেন তারা।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/এসকে