
ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেয়েছেন স্টুয়ার্ট ল। ফিল সিমন্সের স্থলাভিষিক্ত হচ্ছেন শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রাক্তন এই কোচ।
গত সেপ্টেম্বরে সিমন্সকে বরখাস্ত করে বোর্ড। আগামী ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজেই ক্যারিবিয়ান ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন স্টুয়ার্ট।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান জিমি অ্যাডামস ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। বাংলাদেশের প্রাক্তন কোচ রিচার্ড পাইবাস দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। কিন্তু চুক্তি নবায়ন না করায় জিমি অ্যাডামসকে বেছে নিয়েছে বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক অবসরের পর ইংল্যান্ডের ক্লাব কেন্টের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত দলটির কোচ ছিলেন তিনি।
অন্যদিকে বাংলাদেশের প্রধান কোচের পর থেকে সরে দাঁড়ানোর পর এবারই প্রথম বড় দলের দায়িত্ব পেলেন অস্ট্রেলিয়ার হয়ে ১ টেস্ট ও ৫৪ ওয়ানডে খেলা স্টুয়ার্ট।
টাইগারদের সঙ্গে ৯ মাস কাজ করেন স্টুয়ার্ট। তার আমলেই ২০১২ সালে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছাড়ার পর দেশে ফিরে ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
চলতি বছরের শুরুতে স্টুয়ার্ট ল’কে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়। এছাড়া চলতি বছরের বিপিএলে খুলনা টাইটান্সের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৪৮ বছর বয়সি এ কোচ।
সম্পাদনা: জাবেদ চৌধুরী