ককটেলসহ তিতুমীর কলেজের ছাত্রদল সভাপতি আটক

ঢাকা: রাজধানীর বনানী থেকে তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাতটি ককটেল ও মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার বিকালে বনানীর ২০ নং ওয়ার্ডের কমিশনার কার্যালয়ের গলি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম হাসান মাসুম, সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল, সিনিয়র সহ-সভাপতি নূরে আলম রাসেল, সদস্য মাসুদ রানা ও সাইফুল।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতটি ককটেল ও তিনটি মোটর সাইকেলসহ তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই