
কক্সবাজার: জেলার চকরিয়া উপজেলার মালুমঘাট মইগ্যারমারছড়া নামক এলাকায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত এবং আরো আট জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে কক্সবাজারগামী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহেশখালী কুতুবজোম তাজিয়াকাটা এলাকার মকতুল হোসেন (৩০), একই এলাকার জবুর আহমদের স্ত্রী কালা খাতুন (৫০) ও চকরিয়া নিজ পানখালী এলাকার মু. ইলিয়াছ খানের ছেলে রায়হান খান (২৩)।
দুর্ঘটনার শিকার গাড়ি দুটি স্থানীয় পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের মালুমঘাট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের কয়েকজনের নাম পরিচয় পাওয়া গেছে।
তারা হচ্ছেন- চকরিয়া কাহারিয়া ঘোনা খামারপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে নুরুল ইসলাম, বান্দরবানের ফাসিয়াখালী হারগাজা এলাকার আনেয়ার হোসেন ছেলে হেফাজত উল্লাহ, পূর্ব বড় ভেউলা বেতুয়াবাজার মাইজপাড়া এলাকার নুরুল আলমের মেয়ে জয়বুন্নেছা, খুটাখালী মেদাকচ্ছপিয়া এলাকার বাসিন্দা গোলাম আলীর ছেলে পিকআপ চালক বদি আলম। এছাড়া সাবেকুন্নাহার ও শা্কেরা নামের আরো দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের ঠিকানা পাওয়া যায়নি।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ