
ঢাকা: বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন বাংলাদেশে। খ্যাতনামা এ শিল্পী সকাল ৮টায় ঢাকায় পা রাখেন। তিন ঘণ্টার বিরতির পর তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে কক্সবাজারে যান।
জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) -এর শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা, রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে এই ঝটিকা সফরে করছেন।
জানা যায়, বেলা ১২টায় কক্সবাজারে পৌঁছেছেন তিনি। বিকালে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এ অভিনেত্রী। অন্যদিকে গতকাল রাতে প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যান পেজ তার বাংলাদেশ সফরের কথাটি প্রথম জানায়।
কিন্তু ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ বিষয়ে কোনও তথ্য ছিল না। তবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় বিমানে বসে প্রিয়াঙ্কা বিষয়টি জানান।
প্রিয়াঙ্কার সফরসূচি থেকে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকালে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন এই বলিউড তারকা।
প্রিয়াঙ্কা চোপড়া ১৯ মে ব্রিটিশ রাজপরিবারের আমন্ত্রণে প্রিন্স হ্যারি আর মেগান মার্কেলের রাজকীয় বিয়েতে উপস্থিত ছিলেন। সেখান থেকে তিনি দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকায় এসেছেন।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান