কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সৌদিয়া বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডের বিচ পাবলিক স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন নিউজনেক্সটবিডি ডটকম’কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, হতাহতদের মধ্যে কেবল আইনজীবী হুমায়ুন আহমদের নাম জানা গেছে। তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে বাংলাবাজার এলাকা থেকে জব্দ করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/ওয়াইএ