
কিনসাশা: সেন্ট্রাল আফ্রিকার দেশ কঙ্গোতে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৬ জন বিক্ষোভকারী নিহত হন। এছাড়া বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার একটি সংস্থা। প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বিরুদ্ধে বিক্ষোভ করার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডাব্লিউ) জানায়, মঙ্গলবার(২০ ডিসেম্বর) বিক্ষোভকারীদের উদ্দেশ্যে পুলিশ এবং সামরিক বাহিনী সরাসরি বুলেটের ব্যবহার করে। এর ফলে ২৬ জন নিহত হন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এইচআরডাব্লিউ’র গবেষক ইডা সয়্যার টুইটারে জানান, রাজধানী কিনসাশা, দক্ষিণাঞ্চলের শহর লুবুমবাসি এবং অন্যান্য এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা এইচআরডাব্লিউর কাছে অভিযোগ করেন, সরকারের রিপাবলিকান গার্ডের সদস্যরা বাসা বাড়িতে অনুসন্ধান চালিয়ে তরুণদের গ্রেফতার করছে।
এদিকে বিক্ষোভকারীরা কিনসাশায় ক্ষমতাসীন দলের পার্টি অফিসের প্রধান কার্যালয় আগুনে পুড়িয়ে ফেলেছে।
কঙ্গোর বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা তার পিতার হত্যার পর ২০০১ সালে দেশটির ক্ষমতা গ্রহণ করেন। আরেক মেয়াদে তার দেশ শাসন করার উপর সাংবিধানিক নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি আদালত রায় দিয়েছেন, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারবেন যা অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করা হয়েছে। ক্ষমতাসীন দল জানায়, অন্তত ২০১৮ সালের আগে নতুন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
ফলে কঙ্গোর সবচেয়ে বড় বিরোধী দলের নেতা এতিয়েন সিসেকেদি মঙ্গলবার(২০ ডিসেম্বর) ইউটিউবে পোস্ট করা এক বিবৃতিতে কাবিলার অবৈধ শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তিনি প্রেসিডেন্টের কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন। এছাড়া কঙ্গোর জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কাবিলার কর্তৃত্বকে মেনে না নেয়ার আহ্বান জানান।
চলমান এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে যে আলোচনা চলছিল তা স্থগিত হয়ে যাওয়ার পরে বুধবার(২১ ডিসেম্বর) নতুন করে তা শুরু হওয়ার আশা করা হচ্ছে। এক্ষেত্রে ক্যাথলিক গির্জা উভয়পক্ষে মধ্যস্থতা করবে বলে জানা গেছে।
রাজনৈতিক অচলাবস্থার কারণে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সেন্ট্রাল আফ্রিকার দেশটি বর্তমানে বিশ্বের দরিদ্রতম এবং সবচেয়ে অস্থিতিশীল দেশে পরিণত হয়েছে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ