Saturday, December 2nd, 2023
কতদিনে পাওয়া যাবে ই-পাসপোর্ট?
January 22nd, 2020 at 4:58 pm
বিশ্বের ১১৯তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম কোনো দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট যুগে প্রবেশ করলো
কতদিনে পাওয়া যাবে ই-পাসপোর্ট?

বিশেষ প্রতিনিধি,

ঢাকাঃ মাত্র ২১ দিনে সাড়ে তিন হাজার টাকা ফি দিয়েই পাওয়া যাবে ই-পাসপোর্ট। জরুরি ভিত্তিতে সাড়ে ৭ দিনের মধ্যে ই-পাসপোর্ট পাওয়া যাবে ৫ হাজার টাকা ফি দিয়ে। এছাড়াও, ২ দিনের মধ্যে সাড়ে ৭ হাজার টাকা ফি দিয়ে পাওয়া যাবে ই-পাসপোর্ট।

বুধবার (২২ জানুয়ারি) সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান ই-পাসপোর্ট সংক্রান্ত সেবার এসব তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশ প্রবেশ করেছে ই-পাসপোর্টের যুগে। বিশ্বের ১১৯তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম কোনো দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট যুগে প্রবেশ করলো। ২০১৯ সালের জুলাই থেকে বারবার এই কর্মসূচির উদ্বোধনের সময় পিছিয়েছে।

অবশেষে বুধবার (২২ জানুয়ারি) এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ই-পাসপোর্ট চালু হওয়ার কারণে নাগরিকরা নানা সুবিধা পাবেন।

ই-পাসপোর্ট, ফাইল ছবি। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ বাংলাদেশ
ই-পাসপোর্ট, ফাইল ছবি। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ বাংলাদেশ

জেনে নিন ই-পাসপোর্ট সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ-

ই-পাসপোর্টের মেয়াদ, বিতরণের সময় ও ফিঃ

বিআইসিসিতে সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য মতে, ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি পাসপোর্টের সাধারণ ফি ৩,৫০০ টাকা, জরুরি ফি ৫,৫০০ টাকা ও অতীব জরুরি ফি ৭,৫০০ টাকা এবং ১০ বছর মেয়াদি পাসপোর্টের সাধারণ ফি ৫,০০০ টাকা, জরুরি ফি ৭,০০০ টাকা ও অতীব জরুরি ফি ৯,০০০ টাকা।
নতুন পাসপোর্টের ক্ষেত্রে অতীব জরুরিতে ৩ দিনে, জরুরিতে ৭ দিনে ও সাধারণ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ২১ দিনে পাসপোর্ট পাওয়া যাবে। তবে পুরনো অথবা মেয়দোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করার ক্ষেত্রে অতীব জরুরি পাসপোর্ট ২ দিনে, জরুরি পাসপোর্ট ৩ দিনে ও সাধারণ পাসপোর্ট ৭ দিনের মধ্যে দেওয়া হবে।
আলাদা আলাদা ই-পাসপোর্ট ফি নির্ধারণ করা হয়েছে। বিদেশে বাংলাদেশ দূতাবাসে সাধারণ আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি সাধারণ ফি ১০০ মার্কিন ডলার ও জরুরি ফি ১৫০ মার্কিন ডলার। ১০ বছর মেয়াদি পাসপোর্টের সাধারণ ফি ১২৫ মার্কিন ডলার ও জরুরি ফি ১৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। (সূত্রঃ বিএসএস)

সব ফি’র সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যোগ হবে বলে জানান কর্মকর্তারা।

ই-পাসপোর্ট কী?

বর্তমানে এমআরপি বা যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের সঙ্গে ই-পাসপোর্টের পার্থক্য থাকবে। যদিও বই হবে একই। এমআরপিতে প্রথমে দুই পাতায় যে তথ্য থাকতো ই-পাসপোর্টে তা থাকবে না। সেখানে থাকবে পালিমানের তৈরি একটি কার্ড ও অ্যান্টেনা। কার্ডের ভেতরে চিপ। সেখানে সংরক্ষিত থাকবে পাসপোর্ট বাহকের সব তথ্য।

ডাটাবেজে পাসপোর্টধারীর তিন ধরনের ছবি, ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ থাকবে। ফলে ভ্রমণকারীর তথ্য সহজেই জানতে পারবে কর্তৃপক্ষ।

ই-পাসপোর্টের সুবিধাঃ

ই-পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর মাধ্যমে ই-গেট ব্যবহার করে খুব দ্রুত ও সহজে ভ্রমণকারীরা যাতায়াত করতে পারবেন। ফলে বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হবে না। এর মাধ্যমেই ইমিগ্রেশন দ্রুত হয়ে যাবে।

ই-গেটের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রেখে দাঁড়ালে ক্যামেরা ছবি তুলে নেবে। থাকবে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থাও। সব ঠিক থাকলে তিনি ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারবেন। কোনো গরমিল থাকলে জ্বলে উঠবে লালবাতি। কারও বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলে, সেটিও জানা যাবে সঙ্গে সঙ্গে।

ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশন (আইসিএও) এই পিকেডি পরিচালনা করে। ফলে ইন্টারপোলসহ বিমান ও স্থলবন্দর কর্তৃপক্ষ এসব তথ্য যাচাই করতে পারে। এখানে ৩৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য থাকায় এ ধরনের পাসপোর্ট জাল করা সহজ নয়।

ই-পাসপোর্ট করতে যা যা লাগবেঃ

ই-পাসপোর্টের আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন সনদ (বিআরসি) অনুযায়ী পূরণ করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী, যার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

কীভাবে পাওয়া যাবে ই-পাসপোর্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে অথবা পিডিএফ ফরমেট ডাউনলোড করে পূরণ করা যাবে। এতে কোনো ছবি এবং কোনো ধরনের কাগজপত্র সত্যায়নের প্রয়োজন নেই। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদপত্রসহ বাবা-মায়ের এনআইডির কপি বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনপত্র গ্রহণের সময় হাতের ১০ আঙুলের ছাপ, ছবি ও চোখের আইরিশ ফিচার নেওয়া হবে। আবেদন করার বিস্তারিত নিয়মাবলী অধিদপ্তরের ওয়েব সাইটে দেওয়া হয়েছে।

ই-পাসপোর্টের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা অনলাইনে ভেরিফিকেশন করার প্রচেষ্টা নিয়েছি। সেটা অবশ্যই সফল করবো।

অতি জরুরি ক্ষেত্রে ই-পাসপোর্ট করার জন্য প্রি-পুলিশ ভেরিফিকেশন নিজ উদ্যোগে করে নিয়ে যেতে হবে বলে জানান সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান।

ই-পাসপোর্টেও কি ভিসা নিতে হবে?

প্রচলিত ব্যবস্থার মতো ই-পাসপোর্টের ক্ষেত্রে ভিসার বিষয়টি একই থাকবে। ভিসা কর্তৃপক্ষ বা দূতাবাসগুলো এই পিকেডি ব্যবহার করে আবেদনকারীর তথ্য যাচাই করে নিতে পারবে। এরপরে তারা বইয়ের পাতায় ভিসা স্টিকার, সিল দিতে পারবে বা বাতিল করে দিতে পারবে।

এমআরপির কি হবে?

ই-পাসপোর্টের পাশাপাশি এমআরপিও চালু থাকবে। তবে নতুন করে কাউকে এমআরপি দেওয়া হবে না। পর্যায়ক্রমে সব এমআরপি তুলে নেওয়া হবে।

এএমএন


সর্বশেষ

আরও খবর

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন


কক্সবাজার সৈকতে পর্যটক হয়রানির অভিযোগে ফটোগ্রাফারের কারাদণ্ড

কক্সবাজার সৈকতে পর্যটক হয়রানির অভিযোগে ফটোগ্রাফারের কারাদণ্ড


কক্সবাজার ও ঢাকার মধ্যে বাণিজ্যিক ট্রেন চলাচল আগামীকাল থেকে

কক্সবাজার ও ঢাকার মধ্যে বাণিজ্যিক ট্রেন চলাচল আগামীকাল থেকে


ইসি’র সঙ্গে ইইউ’র বৈঠক আজ

ইসি’র সঙ্গে ইইউ’র বৈঠক আজ


আগামী নির্বাচনে আবারও নৌকা বিজয়ী হবে : পানি সম্পদ উপমন্ত্রী

আগামী নির্বাচনে আবারও নৌকা বিজয়ী হবে : পানি সম্পদ উপমন্ত্রী


নির্বাচন পেছাতে আইনজীবীর লিগ্যাল নোটিশ

নির্বাচন পেছাতে আইনজীবীর লিগ্যাল নোটিশ


এডিবি ১০৩ কোটি ডলারের ঋণ দেবে

এডিবি ১০৩ কোটি ডলারের ঋণ দেবে


পিটার হাস বিএনপির মহাসমাবেশে সহায়তা করেছেন: রাশিয়া

পিটার হাস বিএনপির মহাসমাবেশে সহায়তা করেছেন: রাশিয়া


কক্সবাজার এক্সপ্রেস’র ছাড়ার সময়সূচি

কক্সবাজার এক্সপ্রেস’র ছাড়ার সময়সূচি


নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপি’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপি’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর