
ঢাকা: সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে বিশেষ স্মরণসভার আয়োজন করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আগামী ১ অক্টোবর বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ স্মরণসভায় অনুষ্ঠিত হবে। কথা, কবিতা ও নাটকে এদিন স্মরণ করা হবে সব্যসাচী এ লেখকের নানা স্মৃতি।
বাংলা কবিতার এ বরপুত্রকে উৎসর্গ করে ‘জাতীয় নাট্যোৎসব-২০১৬’ আয়োজনে শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে স্বপ্নদলের নাটক ‘চিত্রাঙ্গদা’র ৫০তম প্রদর্শনী। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এ নাটকের ২৫তম মঞ্চায়নে অতিথি ছিলেন সৈয়দ শামসুল হক।
এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদল মঞ্চে আনছে কবির শেষ অনুবাদ নাটক ‘হ্যামলেট’। লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেক্সপিয়রের এ নাটকের নাট্যরূপ দেন তিনি। শিল্পকলা একাডেমির পক্ষ থেকে নাটকটি নির্দেশনা দেবেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান।
সম্পাদনা: শিপন আলী