Thursday, August 11th, 2022
কথা-গান-কবিতায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী
June 4th, 2016 at 11:05 am
কথা-গান-কবিতায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী

ঢাকা: বাঙালির মন ও মননের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর বাঙালির আত্মজাগরণের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কিছুদিন আগে অতিবাহিত হয়েছে বাঙালির প্রাণের-মনের দিশারী এই দুই কবি’র জন্মদিন।

সেই উপলক্ষে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ এক আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী ইসলামকে জানালো জয়ন্তীর শ্রদ্ধাঞ্জলি।

শুক্রবার বিকেলে গীতি-কবিতার সম্মিলনে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোর মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ছিল সংক্ষিপ্ত কথন। দুই কবিকে নিবেদিত শুভেচ্ছা আলোচনায় অংশ নেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, শিক্ষা ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক আব্দুস সালাম ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী।

সাংস্কৃতিক পর্বের শুরুতেই পরিবেশিত হয় নজরুলের সৃষ্টি অবলম্বনে শ্রুতিনাটক খুকু ও কাঠবিড়ালী। উপস্থাপন শিশু সংগঠনের অন্তরঙ্গের শিল্পীরা। নজরুলের সব্যসাচী কবিতাটি পাঠ করেন কাদের তালুকদার।

এরপর ছিল রবীন্দ্রসঙ্গীত ও নজরুলসঙ্গীত পরিবেশনা। শুরুতেই সুর ছড়ান রোকাইয়া হাসিনা নীলি। রবীন্দ্রনাথকে আশ্রয় করে সুললিত কণ্ঠে গেয়ে শোনান  সখী, ভাবনা কাহারে বলে/সখী, যাতনা কাহারে বলে …।

নজরুলকে আশ্রয় করে ইয়াসমিন মুশতারী গেয়ে শোনান খেলিছো এ বিশ্বলয়ে/বিরাট শিশুর আনমনে/প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা …।

এছাড়াও একক কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী ও মহিউজ্জামান চৌধুরী ময়না। নজরুলসঙ্গীত পরিবেশন করেন বিজন চন্দ্র মিস্ত্রী ও আল্পনা রায়।

নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ

 


সর্বশেষ

আরও খবর

ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল

ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল


জাতীয় গ্রন্থকেন্দ্রে আলতামিশ নাবিলের ‘লুমিয়ের থেকে হীরালাল’

জাতীয় গ্রন্থকেন্দ্রে আলতামিশ নাবিলের ‘লুমিয়ের থেকে হীরালাল’


দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা


পাথর সময় ও অচেনা বৈশাখ

পাথর সময় ও অচেনা বৈশাখ


৭২-এর ঝর্ণাধারা

৭২-এর ঝর্ণাধারা


বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’

বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’


নাচ ধারাপাত নাচ!

নাচ ধারাপাত নাচ!


ক্রোকোডাইল ফার্ম

ক্রোকোডাইল ফার্ম


সামার অফ সানশাইন

সামার অফ সানশাইন