
ঢাকাঃ চলতি বছরের আলোচিত সিনামা ‘শিকারি’। আর এই ছবির মাধ্যমেই যৌথ প্রযোজনায় নাম লেখালেন ঢালিউড কিং শাকিব খান। কারো হয়তো অজানা নয় যে এই সিনেমায় শাকিবের বিপরীতে কাজ করেছেন ওপার বংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব-শ্রাবন্তীর শিকারি। আর তাই ছবির প্রচারনার জন্য ফের ঢাকায় আসলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। মঙ্গলবার সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান ভারতীয় বাংলা ছবির এই অভিনেত্রী।
জাজ মাল্টিমিডিয়ার আমন্ত্রণে শ্রাবন্তীর এই সফর। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র প্রচারে অংশ নেবেন তিনি। তার নায়ক শাকিবকে সঙ্গে নিয়ে বেশ কিছু টিভি চ্যানেলে হাজির হবেন ছবির প্রচারণায়। ফাঁকে ঢাকার সংবাদিকদের সঙ্গেও কথা বলবেন তিনি। আর এসব আনুষ্ঠানিকতা মিটিয়ে ২৩ জুন সকালের ফ্ল্যাইটে কলকাতা ফিরে যাবেন।
গেল ৭ মার্চ প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। তখন শিকারি ছবির মহরত করতে তিনি ঢাকায় আসেন। আর তখনই সবাইকে কথা দিয়ে ছিলেন ফের ঢাকায় আসবেন তিনি। সবাইকে দেয়া সেই কথা রাখলেন এবার।
‘শিকারি’ চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। ছবির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন-বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি ও রাহুল।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/এসজি