
ডেস্ক: করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ পঞ্চম সিজনে প্রথম পর্বে উপস্থিত হয়েছেন শাহরুখ খান ও আলিয়া ভাট। ‘ডিয়ার জিন্দেগি’ ছবি মুক্তির আগে প্রচারণা চাই, ওদিকে ‘কফি উইথ করণ’-এরও তো পঞ্চম সিজনের জন্য চাই একটা জবরদস্ত শুরু! তবে এগুলো ছাপিয়ে শাহরুখ-আলিয়া-করণের আলাপচারিতা মুগ্ধ করেছে দর্শককে।
টক শো ‘কফি উইথ করণ’ সব সময়ই জনপ্রিয়তা ধরে রেখেছে এর সঞ্চালক করণ জোহরের অসামান্য রসবোধ, বুদ্ধিদীপ্ত সংলাপ আর বৈঠকী চালে আলাপচারিতা টানটান করে রাখার কারণে। এমন অনুষ্ঠানে যখন আবার শাহরুখ খান উপস্থিত হন, সে আলাপ যে দারুণ সব সংলাপের জন্ম দেবে—তা তো বলার অপেক্ষা রাখে না।
এবারের সিজনের প্রথম পর্ব রোববার থেকে আলিয়া ও শাহরুখকে নিয়ে শুরু হয়েছে। ছবির প্রচারের বিষয়টিও রয়েছে এতে, কারণ ‘ডিয়ার জিন্দেগি’র ট্রেইলার তো এরই মধ্যে চলে এসেছে। এখন ছবি মুক্তির আগে প্রচারণা চাই।
এর মধ্যে সেরা কিছু সংলাপ দেয়া হলো-
- কেন সিজন চারে উপস্থিত হননি, করণের এ প্রশ্নের জবাবে শাহরুখ—‘আমি চেয়েছিলাম টিআরপিটা একটু কমুক, কারণ আমি প্রথম বছরেই সেটা খুবই উঁচুতে নিয়ে গিয়েছিলাম!’
- আলিয়ার সঙ্গে কাজের বিষয়ে শাহরুখ—‘ভাট সাব (মহেশ ভাট), আলিয়ার সঙ্গে কাজ করে যা শিখেছি, আপনার সঙ্গে কাজের অভিজ্ঞতার চেয়েও সেটা ঢের বড়!’
- আলিয়ার অভিনয়ের প্রসঙ্গে শাহরুখ—‘ও তাড়াতাড়ি বেশি ভালো কাজ শিখে গেছে! এত ভালো হলে তো বিপদ। একটু খারাপও হওয়া দরকার আছে!’
- অন্য অভিনেত্রীদের সাফল্যের বিষয়ে আলিয়া—‘আমি নিজে যে কাজ করি তাতে সেরা হওয়ারই চেষ্টা করি। অন্য কারো সাফল্যে আমি কখনোই অনিরাপদ বোধ করি না।’
- করণের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে শাহরুখের মন্তব্য—‘করণ সব সময় আমার সঙ্গে চেঞ্জিং রুমের ভেতরে আসে। আর আমার জীবনে এটাই হচ্ছে সবচেয়ে বিব্রতকর সময়!’
গ্রন্থনা: জাবেদ, সম্পাদনা: প্রণব