
ঢাকা: অভিনয়, রাজনীতির পর এবার ভক্ত ও পাঠকদের সামনে লেখিকা পরিচয়ে হাজির হলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী। অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম বই ‘স্মৃতিটুকু থাক’।
বইটি প্রকাশ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড- বিপিএল। এতে ভূমিকা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ।
নিজের প্রথম বই সম্পর্কে কবরী বলেন, ‘বইটিতে রয়েছে আমার জীবনের টুকরো টুকরো স্মৃতিকথা। এতে আমার জীবনের কিছু অজানা কথাও লেখা আছে। ‘স্মৃতিটুকু থাক’ নামে একটি সিনেমা ছিল, আমার ওই প্রিয় ছবির নামেই বইটির নাম দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘অনেক কম সময় নিয়ে বইটি লিখেছি। যে কারণে এখানে অনেক ঘটনার কথা উল্লেখ নেই। ইচ্ছা আছে বইটির দ্বিতীয় খণ্ড লেখার।সুযোগ পেলে দ্বিতীয় খণ্ড লেখার কাজ শুরু করবো।’
ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে কবরীর। সেলুলয়েড ছাড়াও তার রাজনীতি জীবনের স্মৃতিও ঠাঁই পেয়েছে বইটিতে।
নীল আকাশের নিচে, ময়নামতি, ঢেউয়ের পর ঢেউ, পরিচয়, অধিকার, বেঈমান, অবাক পৃথিবী, সোনালী আকাশ, অনির্বাণ, দীপ নেভে নাই’সহ অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়। সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন তিনি।
প্রতিবেদন: প্রীতম