
ঢাকা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস ২২ শ্রাবণ শনিবার। কবিগুরু স্মরণে শুক্রবার শাহবাগে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হলো রবীন্দ্রসংগীত সন্ধ্যা।
‘রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা’র আয়োজনে এই সংগীত সন্ধ্যায় শুরুতেই গীত হয় ‘সমুখে শান্তির পারাবার ভাসাও তরণী হে কর্ণধার’। গান শেষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর।
তিনি বলেন, এমন অস্থির সময়ে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদনের আমাদের এ আয়োজন হবে কিনা তা নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছিলেন। সেই সংশয় দূর করে বলতে চাই, সুস্থ সংস্কৃতি চর্চা আমরা চালিয়ে যাবো। আর এমন আয়োজনে শ্রোতারাই আমাদের মূল শক্তি।
সংক্ষিপ্ত কথন শেষে শুরু হয় একক কণ্ঠের পরিবেশনা। আঁখি বৈদ্য গেয়ে শোনান ‘তাঁর বিদায়বেলার মালাখানি দেবো’, অভীক দেব ‘জীবন মরণের সীমানা’, পারভেজ ‘ওগো আমার শ্রাবণ মেঘের’, সুমাইয়া ফারাহ খান ‘শ্রাবণ তুমি বাতাসে’, সহ আরো কয়েক জন শিল্পী গেয়ে শুনান রবী ঠাকুরের মন মাতানো বেশ কিছু গান।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই