Thursday, October 13th, 2016
কবিতাকুঞ্জের পাশে পরীমণি
October 13th, 2016 at 8:07 pm
কবিতাকুঞ্জের পাশে পরীমণি

ঢাকাঃ ‘তুমি মনে হচ্ছে নিজেও কবিতা লেখো। তাই কবিতাকুঞ্জের প্রতি তোমার মায়া পড়েছে।’ নায়ক-নায়িকা বা গায়ক-গায়িকাদের মধ্যে তুমিই প্রথম কবিতাকুঞ্জের জন্য সাহায্যের হাত প্রসারিত করলে। তোমাকে দোয়া করছি। অভিনয়জীবনে তুমি নিশ্চয় আরো অনেক বড় সাফল্য লাভ করবে। তুমি নিজেই স্থির করো— তুমি কীভাবে কবিতাকুঞ্জকে সাহায্য করতে চাও। কবিতাকুঞ্জের পাশে নায়িকা পরীমণিকে পাশে পাওয়ায় এভাবেই পরীমণিকে ধন্যবাদ জানান কবি নির্মলেন্দু গুণ।

নেত্রকোণার শহরতলী মালনীতে মগরা নদী তীরে ‘কবিতাকুঞ্জ’ নামে একটি প্রতিষ্ঠান করছেন কবি নির্মলেন্দু গুণ। সাহিত্যবিষয়ক কর্মকাণ্ডের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে সাহা্য্য করবে প্রতিষ্ঠানটি। আর এই প্রতিষ্ঠানটির পাশে দাঁড়ালেন নায়িকা পরীমণি।

গেল ২৫ সেপ্টেম্বর কবি নির্মলেন্দু গুণ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি তার প্রতিষ্ঠান ‘কবিতাকুঞ্জ’র জন্য অর্থ সাহায্য চায়। আর কবির এই আহ্বানে সাড়া দিয়ে ‘কবিতাকুঞ্জ’কে এক লাখ টাকা অর্থ সাহায্য দিতে চেয়েছেন পরীমনি।

বৃহস্পতিবার কবি নির্মলেন্দু গুণ পরিমণিকে ধন্যবাদ দিয়ে তার ফেসবুকে লিখেন, ‘তুমি আমাদের নির্মাণাধীন কবিতাকুঞ্জের জন্য সাহায্যের হাত প্রসারিত করেছো এজন্য আমি খুবই খুশি হয়েছি। অন্তরে আনন্দ লাভ করেছি। মুঠোফোনে তোমাকে উত্তরও দিয়েছি। তুমি মনে হচ্ছে নিজেও কবিতা লেখো। তাই কবিতাকুঞ্জের প্রতি তোমার মায়া পড়েছে।’

তিনি লিখেন, ‘আমরা অর্থসংকটে আছি। তাই অর্থ সাহায্য চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। মনে হচ্ছে ওই স্ট্যাটাসটি তোমার চোখে পড়েছে। অনেকে যথাসাধ্য সাহায্য পাঠিয়েছেন। কিন্তু নায়ক-নায়িকা বা গায়ক-গায়িকাদের মধ্যে তুমিই প্রথম কবিতাকুঞ্জের জন্য সাহায্যের হাত প্রসারিত করলে। তোমাকে দোয়া করছি। অভিনয়জীবনে তুমি নিশ্চয় আরো অনেক বড় সাফল্য লাভ করবে। তুমিই নিজেই স্থির করো— তুমি কীভাবে কবিতাকুঞ্জকে সাহায্য করতে চাও।’

কবি পরীমণির সাহায্যের বিষয়ে লিখেন, ‘আজ সকালে পরীমনির সঙ্গে মুঠোফোনে আমার কথা হয়েছে। সে অত্যন্ত বিনয়ের সঙ্গে জানিয়েছে শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে গতকাল কবিতাকুঞ্জ নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেনি। আমার বিকাশ নম্বরে একদিনে ২৫ হাজারের বেশি টাকা পাঠানো যায় না বলে সে আমার ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চায়। সে এক লাখ টাকা দিতে চাইছে।’

কবিতাকুঞ্জের পাশে দাঁড়ানোর বিষয়ে পরীমণি নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘আমি রবীন্দ্রনাথের ফ্যান, কবিতার ফ্যান এটা আগেও বলেছি। কবি নির্মলেন্দু গুণের ফ্যানও অনেক আগে থেকেই। শুনলাম তার স্বপ্ন কবিতাকুঞ্জ নামে একটি প্রতিষ্ঠান বানাতে চান। এমন একজন গুণী মানুষের স্বপ্ন পূরণে নিজেকে সম্পৃক্ত করতে পেরে অনেক ভাল লাগছে। আমি কতটুকুই আর সহযোগিতা করতে পেরেছি। তার মতো একজন মানুষের স্নেহ পেয়ে আমি ধন্য।’

পরীমণি বলেন, ‘এতটুকু সাধ্য ছিলো আমার। এত বড় প্রাপ্তি আমার ভাবনার গন্ডিতে ছিলো কি?’

প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: সজিব ঘোষ


সর্বশেষ

আরও খবর

সিঙ্গাপুরে আইসিইউতে অভিনেতা ফারুক

সিঙ্গাপুরে আইসিইউতে অভিনেতা ফারুক


জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ধাপ্পার অভিযোগ ভারতীয় লেখকের!

জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ধাপ্পার অভিযোগ ভারতীয় লেখকের!


নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”


করোনায় আক্রান্ত তাহসান

করোনায় আক্রান্ত তাহসান


মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা

মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা


গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী

গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী


সপরিবারে কোয়ারেন্টাইনে দেব

সপরিবারে কোয়ারেন্টাইনে দেব


বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’

বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’


হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!

হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!


এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি