কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

নিজস্ব প্রতিবেদক : শনিবার শুরু হতে যাওয়া তিন দিনের একক সঙ্গীতানুষ্ঠানে গান গাওয়ার জন্য গতকাল বৃহস্পতিবারেই ঢাকায় এসে পৌঁছেছেন ভারতীয় সঙ্গীতশিল্পী কবীর সুমন। কিন্তু যেখানে গানের অনুষ্ঠানটি হওয়ার কথা একদিন আগে জানা যায়, শাহবাগের সেই জাতীয় জাদুঘর ‘কী পয়েন্ট ইন্সটলেশন’ বা কেপিআই (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) হওয়ায় সেখানে গানের অনুষ্ঠানের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
অনুষ্ঠানটি হবে কী না, হলেও কোথায় হবে তা নিয়ে শুক্রবার দিনভর সামাজিক যোগাযোগামাধ্যমে সংশয় ও আলোচনা-সমালোচনার পর সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠানটি হবে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
এর আগে গত বুধবার বিশ্বসাহিত্যকেন্দ্রে সংবাদ সম্মেলন করে আয়োজকরা জানিয়েছিলেন, অনুমতি নেওয়া হয়ে গেছে, এমনকি দুই দিনের টিকিট বিক্রিও শেষ।