
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিল শাকিল। ৫০ মিটার পিস্তলে ২২০.৫ স্কোরে রৌপ্য জিতিছেন বাংলাদেশের এই শুর্টার। এর আগে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন আবদুল্লাহ হেল বাকী।
এর আগে ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি গুয়াহাটির কাহিলিপাড়া শুটিং রেঞ্জে সেদিন ইতিহাস গড়েছিলেন তরুণ শাকিল আহমেদ। বাংলাদেশের ইতিহাসে জিতেছিলেন ফ্রি পিস্তল গেমসে প্রথম আন্তর্জাতিক সোনা। সেটা ছিল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।
এবার কমনওয়েলথ গেমসে গত রোববার ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেছিলেন আবদুল্লাহ হেল বাকি। আজ শাকিলের হাত ধরে শুটিংয়ে এল আরেকটি রুপা। ছেলেদের ৫০ মিটার পিস্তলে বাংলাদেশকে রুপা উপহার দিলেন খুলনার তরুণ।
ফাইনালে ২২০.৫ স্কোর করে রুপা জিতেছেন শাকিল। ২২৭.২ পয়েন্ট পেয়ে গেমস রেকর্ড গড়ে সোনাজয়ী অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রেফাকোলি। আর এই ইভেন্টে ব্রোঞ্জ উঠেছে ভারতের ওমপ্রকাশ মিথারওয়ালের গলায়। ওমপ্রকাশের স্কোর ২০১.১।
শাকিল বাছাইয়ে ৫৪৫ স্কোর গড়ে চতুর্থ হয়ে ফাইনালে ওঠেন। পঞ্চম শট পর্যন্ত ৪৫.৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ছিলেন। ১২ শট পর উঠে আসেন তৃতীয় স্থানে। ১৮ শট পরও ১৬৫.৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানেই ছিলেন। যদিও সোনাজয়ী রেফাকোলি শাকিলের চেয়ে বরাবরই এগিয়ে ছিলেন। আর শেষ দুই শটের আগে যেখানে রেফাকোলির স্কোর ছিল ২০৮.৭, সেখানে শাকিলের ২০২.২।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান