Saturday, June 2nd, 2018
কমলাপুরে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভীড়
June 2nd, 2018 at 1:04 pm
কমলাপুরে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভীড়

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয় দিনের মতো রেলের আগাম টিকিট বিক্রি হচ্ছে। আজ কমলাপুর রেলস্টেশন থেকে দেয়া হচ্ছে ১১ জুনের টিকিট। আর তাই ভোর থেকে ব্যাপক ভিড় লেগেছে কমলাপুরে। স্টেশন ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে টিকিট প্রত্যাশীদের ভিড়।

সরেজমিনে দেখা গেছে, মোট ২৬টি টিকিট কাউন্টারের প্রতিটির সামনেই টিকিট প্রত্যাশীদের রয়েছে দীর্ঘ সারি। যা কাউন্টারের সামনে থেকে একদম পিছনের দিক হয়ে এঁকেবেঁকে মানুষের লাইন চলে গেছে বাইরে। কমলাপুর এখন কানায় কানায় পরিপূর্ণ, তিলধারণের ঠাঁই নেই। টিকিট প্রত্যাশীদের লাইনের শুরুটা নির্দিষ্ট থাকলেও শেষটা বের করা দুরুহ, বেলা যত বাড়ছে লাইন ততই দীর্ঘ হচ্ছে।

কথা জানা গেছে, টিকিট প্রত্যাশীদের অনেকে লাইনে দাঁড়িয়েছেন গতকাল রাতে। সেহেরিও করেছেন সেখানেই, আবার দুয়েকজন জানালেন গতকাল দুপুর থেকেই লাইনে আছেন।

টিকিট আগেই বিক্রি হয়ে গেছে এবং কালোবাজারি হয়েছে এমন অভিযোগের বিষয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, আসলে ঈদের সময় সবাই টিকিট চায়, কিন্তু সেগুলোর তো লিমিটেশন আছে। তিনি যে স্টেশনের জন্য চেয়েছেন সেখানের বরাদ্দকৃত এসি টিকিট হয়তো শেষ হয়ে গেছে যে কারণে তিনি পাননি।

তিনি জানান, সকাল ৮ টাকা থেকে বিরতিহীনভাবে টিকিট বিক্রি শুরু হয়েছে। সবাই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন, বরাদ্দকৃত টিকিট শেষ না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে টিকিট বিক্রি চলবে। এবার টিকিট কাউন্টারের সংখ্যা বাড়িয়ে ২৬টি করা হয়েছ। শৃঙ্খলা ঠিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও রেলওয়ের নিজস্ব বাহিনী তৎপর রয়েছেন।

উল্লেখ্য, ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে, যা চলবে আগামী ৬ জুন পর্যন্ত। আজ দেয়া হচ্ছে ১১ জুনের অগ্রিম টিকিট। ৩ জুন দেয়া হবে ১২ জুনের টিকিট, ৪ জুন ১৩ জুনের টিকিট, ৫ জুন ১৪ জুনের টিকিট এবং ৬ জুন ১৫ জুনের টিকিট। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি হচ্ছে। একজন একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতি যাত্রীদের ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত দেয়া হবে পর্যায়ক্রমে ১৯, ২০,২১,২২,২৩ ও ২৪ জুনের ফিরতি টিকিট। এবার ঈদের আগে পাঁচ দিন এবং পরে সাত দিন বিশেষ ট্রেন চলাচল করবে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চলাচল করবে ৩১টি আন্তঃনগর ট্রেন।

এদিকে সুশৃঙ্খলভাবে টিকিট দিতে স্টেশনে দায়িত্ব পালন করছে রেল পুলিশ। এছাড়া র‌্যাবের একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে।

প্রতিবেদক: এম কে রায়হান, সম্পাদনা: এম কে আর


সর্বশেষ

আরও খবর

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবি শিক্ষার্থীদের আমরণ অনশন

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবি শিক্ষার্থীদের আমরণ অনশন


দেশে আরও ৯৫০০ জনের করোনা শনাক্ত, হার ২৫ ছাড়াল

দেশে আরও ৯৫০০ জনের করোনা শনাক্ত, হার ২৫ ছাড়াল


টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন আইভী

টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন আইভী


অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চলার সিদ্ধান্ত পরিবর্তন

অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চলার সিদ্ধান্ত পরিবর্তন


আগুনে পুড়ল রোহিঙ্গা ক্যাম্পের ১২০০ ঘর

আগুনে পুড়ল রোহিঙ্গা ক্যাম্পের ১২০০ ঘর


এবারের বিজয় দিবসে দেশবাসীকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী

এবারের বিজয় দিবসে দেশবাসীকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী


কমলো এলপিজির দাম

কমলো এলপিজির দাম


উন্নয়নশীল দেশ নিয়ে খুশি না হয়ে, উন্নত দেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

উন্নয়নশীল দেশ নিয়ে খুশি না হয়ে, উন্নত দেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির


জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন


ডিআরইউর নতুন সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক হাসিব

ডিআরইউর নতুন সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক হাসিব