কমলাপুরে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দুই হাজার পিস ইয়াবাসহ আব্দুল মান্নান নামে একজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সকালে চট্টগ্রাম মেইল এক্সপ্রেসের একটি ট্রেন স্টেশনে পৌঁছালে গোপন তথ্যের ভিত্তিতে যাত্রী আবদুল মান্নানকে তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক মান্নানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এসআই