
ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনের শেষ দিনে আজ রোববার কমিটি গঠনের অধিবেশন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে সম্মেলন।
শেষ দিনের কাউন্সিল অধিবেশনের কার্যক্রম চলবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে। কাউন্সিলে বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাদের বক্তব্য শেষে দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।
ছয় হাজার ৭৫০ কাউন্সিলর নিয়ে বৈঠক হবে। কউন্সিলরদের বৈঠক শেষে হবে ভোট গ্রহণ এবং নেতৃত্ব নির্বাচন। এ জন্য গঠন করা হয়েছে তিন সদস্যদের নির্বাচন কমিশন। যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। কমিটির অন্য সদস্যরা হলেন ড. মসিউর রহমান ও রাশেদ উল আলম।
শনিবার সকাল ১০টা সাত মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ শেষে বিদেশি অতিথিরা বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। দুপুরের খাবারের পর ফের শুরু হয় বক্তব্য প্রদানের পালা। এ সময় দলের আট বিভাগের আট প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একজন করে প্রতিনিধি বক্তব্য রাখেন। এরপরেই দলীয় সভানেত্রী প্রথম দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
শেখ হাসিনা তার ভাষণে বলেন, ‘সম্মেলনের দ্বিতীয় দিনে নেতা নির্বাচন হবে। একজন কাউন্সিলর সভাপতির নাম প্রস্তাব করবেন, আরেকজন তা সমর্থন দেবেন। একইভাবে সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।’
শনিবার দিনভর চলা সম্মেলন নজর কেড়েছে সবার। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম।
আওয়ামী লীগের দুই দিনব্যাপী সম্মেলনকে ঘিরে রাজধানীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নগরের বিভিন্ন জায়গায় রং-বেরঙের ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। সম্মেলন উপলক্ষে নগর জুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
প্রতিবেদন: ময়ূখ ইসলাম, সম্পাদনা: প্রণব