কমিশন গঠনের সংকট দ্রুত সমাধানে রাষ্ট্রপতির প্রতি আহ্বান

ঢাকা: দেশের চলমান সংকট মোকাবেলায় নির্বাচন কমিশন গঠন ও নিরপেক্ষ সরকার বিষয়ে দ্রুত সমাধান করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি না হলেও, তার পদমর্যাদা অনুযায়ী তিনি আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করতে পারেন।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন আপাতদৃষ্টিতে সুষ্টু মনে হলেও কিছু বিষয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সেগুলো দূর করতে নির্বাচন কমিশন উদ্যোগ নেবে বলেও আশা করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও এনডিপির সভাপতি গোলাম মর্তুজা প্রমুখ।
প্রতিবেদক: শেখ রিয়াল, সম্পাদনা: মাহতাব শফি