করপোরেট কর অপরিবর্তিত

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে করপোরেট কর হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেটে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হার আগের মতো ২৫ শতাংশ রাখার প্রস্তাব করা হয়। একইসঙ্গে আগের মতোই তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার ৪০ শতাংশ ও মোবাইল ফোন কোম্পানির জন্য ৪০ শতাংশ প্রস্তাব করা হয়েছে।
এছাড়া অপরিবর্তিত রয়েছে নন তালিকাভুক্ত কোম্পানির কর হার ৩৫ শতাংশ, মোবাইল কোম্পানির জন্য ৪৫ শতাংশ ও ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ৪২.৫ শতাংশ।
এদিকে মার্চেন্ট ব্যাংকের কর হার আগের মতো ৩৭.৫ শতাংশ, সিগারেট প্রস্তুতকারী কোম্পানির ৪৫ শতাংশ ও লভ্যাংশ আয়ের উপর ২০ শতাংশ কর প্রস্তাব করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই