
স্পোর্টস ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শনিবার টুইটারে নিজেই করোনার কথা জানান তিনি।
শচীন লিখেছেন, ‘আমি পরীক্ষা করাচ্ছিলাম। নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকলে সাবধানে থাকুন।’
করোনা তাহলে শচীন টেন্ডুলকারকেও ধরে ফেলল! ভারতের ব্যাটিং কিংবদন্তি কিছুক্ষণ আগে টুইটে নিজেই নিশ্চিত করেছেন, করোনা পজিটিভ হয়েছেন তিনি। তাঁর শরীরে মৃদু উপসর্গ আছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। ৪৭ বছর বয়সী টেন্ডুলকার টুইটে জানিয়েছেন, তিনি এই মুহূর্তে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।
এর আগে কদিন আগেই পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছেন।