করোনায় আরও ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮ হাজার ৫৫ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫১৫ জন। এখন পর্যন্ত শনাক্ত পাঁচ লাখ ৩২ হাজার ৯১৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৯৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪০১টি। এখন পর্যন্ত ৩৫ লাখ ৮৪ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৭ জন, এখন পর্যন্ত সুস্থ চার লাখ ৭৭ হাজার ৪২৬ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১২ জন পুরুষ এবং দুই জন নারী। এখন পর্যন্ত পুরুষ ছয় হাজার ১০৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৯৪৮ জন।