
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জঃ করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সুনাম বেড়েছে বলে মন্তব্য করেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বিশ্বে করোনা নিয়ন্ত্রণে অবস্থানগত দিক থেকে বাংলাদেশ ২০তম। এছাড়া বিশ্বের বড় বড় দেশ যেখানে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি, সেখানে বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
শনিবার মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ছাদের শুভ উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জানুয়ারি মাসের শেষের দিকে আমরা করোনার ভ্যাকসিন পাব। এ ভ্যাকসিন আগে করোনা নিয়ন্ত্রণে কাজ করা সম্মুখযোদ্ধাদের দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা মাইনাসে চলে গেছে। আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তবে এখনো দেশ থেকে করোনা চলে যায়নি, তাই সবাইকে মাস্ক পড়তে হবে।